Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেনচার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা ভূমি অফিস

লালমোহন, ভোলা।

 

* মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

আবেদন ফমভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট(www.minland.gov.bd)সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC)থেকে সংগ্রহ করা যাবে।

 

* মিউটেশনের আবেদনের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবেঃ

 

þমিউটেশন (নামজারী), জমাভাগ ও জমা একত্রীকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি:

১) নামজারীর জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে।

২) আবেদনের সাথে সংশি­ষ্ট কাগজপত্র দিতে হবে:

    ক) ক্রয়ের ক্ষেত্রেঃ ক্রয় ও বায়া (পিট) দলিল

    খ) মৃত্যুর ক্ষেত্রেঃ ওয়ারিশ সনদপত্র

    গ) হেবা বা দানের ক্ষেত্রেঃ হেবা বা দানকৃত দলিল

৩) সকল প্রকার রেকর্ড পর্চা ও সংশি­ষ্ট খতিয়ানের কপি

৪) তফসিলে বর্ণিত চৌহদ্দিসহ কলমি নক্সা

৫) ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা/

কোনও প্রকার আপত্তি না থাকিলে আবেদনের ৪৫ দিনের মধ্যে মোকদ্দমা নিষ্পত্তি করা হয়।   

   

##  মিউটেশন (নামজারী) খরচ:

            ১) আবেদন বাবদ কোর্ট ফি             ঃ        ৫.০০ টাকা

            ২) নোটিশ জারী ফি                      ঃ        ২.০০ টাকা

                (১ম ৪ জনের জন্য। পরবর্তী প্রতি জনের জন্য ০.৫০ টাকা)

            ৩) রেকর্ড সংশোধন ফি                 ঃ        ২০০.০০ টাকা

            ৪) প্রতি কপি মিউটেশন খতিয়ান ফিঃ        ৪৩.০০ টাকা

                                   মোট                  ঃ        ২৫০.০০ টাকা

দুইশত পঞ্চাশ টাকা মাত্র।

 

# মিসকেইচ: SA & T Act ১৯৫০ এর ১৪৩ ধারার বিধানমতে নামজারি মামলা

     বাতিলের আবেদন শুনানী ও নিষ্পত্তিকরণ।

# সার্টিফিকেট কেইচ: PDR Act এর ২৩ এর ২ ধারার মোতাবেক সার্টিফিকেট   

    কেইচের মাধ্যমে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় এবং মামলা নিষ্পত্তিকরণ।

# বন্দকী জমির মামলা নিষ্পত্তিকরণ: SA & T Act ১৯৫০ এর ৯৫(ক) ধারা

    মোতাবেক বন্ধকী জমির আবেদন শুনানী ও নিষ্পত্তিকরণ।

# খাসজমি উদ্ধার ও ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত প্রদান:  

# পরিদর্শন ও তদন্তকরণ: জমিজমা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ভিত্তিতে সরেজমিনে তদন্ত

    করণ ইউনিয়ন ভূমি অফিস নিয়মিত পরিদর্শন।

# ভূমি উন্নয়ন কর আদায়: ভূমি উন্নয়ন কর ১০০% আদায় নিশ্চিত করণের লক্ষ্যে

    তদারকি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান।

# অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা: অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ও হাল সনের নবায়ন করণ।

# হাট-বাজারের একসনা নবায়ন: হাটবাজারের চান্দিনা ভিটির একসনা নবায়ন।

 

           

*        মিউটেশন কার্যক্রম নিষ্পত্তির সময়  ও অন্যান্য বিষয়ঃ

(১)        মালিকানার বিষয়ে বিতর্ক না থাকলে আবেদনের তারিখে থেকে সর্বোচ্চ ৪৫(পয়তালিস্নশ) কার্যদিবসের মধ্যে মিউটেশন কার্যক্রম সমাপ্ত করা হবে।

(২)        আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় রেকর্ড দেখাতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ে মূল কাগজপত্রসহ উপজেলা ভূমি অফিসে শুনানীতে উপস্থিত হতে হবে।

(৩)        আবেদনকারীকে স্বয়ং আবেদন করতে হবে। কোন যৌক্তিক কারনে সমর্থ না থাকলে ÿমতা পত্রের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি প্রেরণ করতে হবে।

(৪)        দালাল বা টাউটের মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল করা হবে।

 

  • নির্ধারিত সময়ে মিউটেশন না হলে অথবা অতিরিক্ত ফি দাবী করলে নিমেণাক্ত কর্মকর্তাগণের সাথে সরাসরি অথবা ফোনে অথবা ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

কর্মকর্তাগণের পদবী

টেলিফোন নম্বর

ই-মেইল

জেলা প্রশাসক, ভোলা

 

dcbhola@mopa.gov.bd

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),ভোলা

 

 

উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর।

049161318

unobhola@mopa.gov.bd

সহকারী কমিশনার (ভূমি), ভোলা সদর।

049162497

farid16285@yahoo.com

 

বিঃ দ্রঃ  -  রশিদ ছাড়া কাউকে টাকা পয়সা দিবেন না।

আদেশক্রমে

সহকারী কমিশনার (ভূমি),

লালমোহনভোলা

 

‘‘সকল সময়ে জনগনের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য’’

                                                              -অনুচ্ছেদ ২১(২)-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

 

 

ক্রঃ নং

বিষয়

আবেদনের পদ্ধতি

সিদ্ধান্ত

মন্তব্য

০১

নামজরী ও জমাভাগ (১ম খন্ড)

০৫/- টাকার কোর্ট ফি সম্বলিত আবেদনপত্রের সংগে এস.এ এবং আর.এস পর্চার সার্টিফাইড কপি, দলিলের নকল এবং রেকর্ড হতে আবেদনকারীর নামে নামজারী ও জমাভাগের স্বপক্ষে ধারাবাহিকভাবে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির পর চাহিত তথ্যাদি সঠিক থাকলে ৪৫দিনের মধ্যে নিষ্পত্তি হবে।

 

০২

সায়রাত মহাল

 

 

সায়রাত মহালসমূহ লীজ প্রদান-

(ক) ২০ একর পর্যন্ত জলমহাল লীজ প্রদান

(খ) হাট-বাজার লীজ প্রদান

(গ) খেয়াঘাট লীজ প্রদান

(ঘ) বালু মহাল ও অন্যান্য সায়রাত মহাল সম্পর্কে তথ্য প্রেরণ।

 

০৩

মিস কেস/ বিবিধ মোকদ্দমা

নামজারী ও জমাভাগের বিষয়ে কারও কোন আপত্তি থাকলে মঞ্জুরীর ৯০ (নববই) দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বরাবর ০৫/- টাকার কোর্ট ফিসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

শুনানী এবং তদন্তের মাধ্যমে চাহিত তথ্যাদি সঠিক থাকলে ২ মাসের মধ্যে নিষ্পত্তি হবে।

 

০৪

অর্পিত সম্পত্তি সংক্রান্ত

অর্পিত সম্পত্তি নবায়ন এর আবেদপত্রে ০৫/- টাকার কোর্ট ফিসহ পূর্বে ইজারার টাকা পরিশোধের ডিসিআর এবং বরাদ্দ পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।

হালসনের নবায়নের ক্ষেত্রে ১৫ দিন এবং একাধিক বৎসর বকেয়ার ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি হবে।

 

০৫

বাজার চান্দিনা ভিটি

বাজার চান্দিনা ভিটি নবায়নের ক্ষেত্রে ০৫/- টাকার কোর্ট ফি দিয়ে পূর্বের ইজারার টাকা পরিশোধের ফটোকপিসহ আবেদন করতে হবে।

হালসনের নবায়ন এর ক্ষেত্রে ৭ দিন এবং একাধিক বৎসর বকেয়ার ক্ষেত্রে ১৫ (পনের) দিনে নিষ্পত্তি হয়।

 

০৬

বাজার চান্দিনা ভিটি

নতুনভাবে চান্দিনা ভিটি প্রাপ্তির ক্ষেত্রে ০৫/- টাকার কোর্ট ফিসহ প্রকৃত ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটসহ আবেদন করতে হবে।

নতুনভাবে চান্দিনা ভিটি প্রদানের ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম শেষে মিস কেস নথি সৃজন পূর্বক ০১ (এক) মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে কেস নথি অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।

 

০৭

খাসজমি

নতুনভাবে খাসজমি প্রাপ্তির ক্ষেত্রে ছবিসহ নির্ধারিত ফরমে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটসহ আবেদন করতে হবে।

উপজেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই করার সাক্ষাৎকার শেষে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করা হয়।

 

০৯

বিবিধ

উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিস হতে তদন্তের জন্য প্রাপ্ত পত্রের আলোকে ব্যবস্থা গ্রহণ।

উর্দ্ধতন অফিস হতে প্রাপ্ত পত্রের আলোকে পত্র প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে তদন্ত কার্য সম্পাদন ও প্রতিবেদন প্রেরণ করা হয়।

 

১০

দেওয়ানী মোকদ্দমা

বিজ্ঞ দেওয়ানী আদালত হতে আরজী প্রাপ্তির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়।

সরকারী স্বার্থ জড়িত দেওয়ানী মোকদ্দমার জবাব ০৭ (সাত) দিনের মধ্যে প্রেরণ করা হয়।